সিলেট বিভাগে করোনায় আরও ১০ মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১৭ জনে।

নিহতদের মধ্যে সিলেট জেলায় ছয়জন, সুনামগঞ্জে একজন ও মৌলভীবাজারে তিনজন। একই সময়ে সিলেট বিভাগের চার জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৪০ জন।

রোববার (২৫ জুলাই) বেলা একটায় সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগের করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ হাজার ৬৪৬ জনে।

সুনামগঞ্জমিরর/এসএ

x