Skip to content

করোনায় সিলেট বিভাগে আরও ১২ মৃত্যু, শনাক্ত ৬৬০

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস কেড়ে নিয়েছে আরও ১২ জনের প্রাণ। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৬৭ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৬০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

একদিনে (গত ২৪ ঘন্টায়) করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৮ জন সিলেট জেলার, ১ জন সুনামগঞ্জ জেলার, ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং ২ জনের মৃত্যু হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় করোনায় প্রমাণীত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ১১২, সুনামগঞ্জে ৪ হাজার ৪৫২, হবিগঞ্জে ৪ হাজার ৪০০ এবং মৌলভীবাজার জেলায় ৫ হাজার ১৯৮ জন।

পুরো বিভাগে করোনায় মারা যাওয়া ৬৬৭ জনের মধ্যে সিলেট জেলায় ৫২৪, সুনামগঞ্জে ৪৯, হবিগঞ্জে ৩০ এবং মৌলভীবাজারে ৫৬ জন।

সুনামগঞ্জমিরর/এসএ

x