Skip to content

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে মিঠু মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নতুনপাড়া) গ্রামের রইব্বা মিয়ার ছেলে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দেখার হাওরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

আহতরা হলেন, একই গ্রামের ফকির মিয়ার ছেলে এনামুল হক (২০), আবু মিয়ার ছেলে মহিবুল্লাহ (২১), আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল আজিজ (২০)। আহত আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৈতক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক।

x