Skip to content

সুনামগঞ্জে আরও ১০ জনের দেহে করোনা শনাক্ত

সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১৩২ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জন, জগন্নাখপুরে ২ জন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৮৮ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২০ জন। মৃত্যুবরণকারিদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, ধর্মপাশায় ১ জন, দিরাইয়ে ২ জন, দোয়ারাবাজারে ১ জন, তাহিরপুর উপজেলায় ১ জন, দক্ষিণ সুনামগঞ্জে ১ জন, জামালগঞ্জে ১ জন ও ছাতক উপজেলায় ৭ জন।

x