Skip to content

মুজিব শতবর্ষ উপলক্ষে ইয়ূথ ইনিশিয়েটিভের বৃক্ষরোপণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইয়ূথ ইনিশিয়েটিভের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

‘সবুজ চিন্তায় সবুজ নেতৃত্বে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ শহরের হাজিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেন সংগঠনটির সদস্যরা৷

এসময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর সদস্য এম.আর. তালহা, ইয়ুথ এঙ্গগেজমেন্ট এসোসিয়েট ইমরান হোসাইন হিমু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি, বাংলাদেশ মৎস্যজীবি লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব তৌহিদ হোসেন বাবু,  সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, সংগীতশিল্পী জাকিয়া সুলতানা মনি প্রমুখ।

এসময় ইয়ূথ ইনিশিয়েটিভের সদস্যরা বলেন, গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব৷ মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর আহ্বান মেনে আমরা আমাদের সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করেছি। আশা করছি সকলেই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহী ও উদ্যোগী হবেন।

সুনামগঞ্জমিরর/এমআরটি

x