Skip to content

সুনামগঞ্জে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সিএইচসিপিদের ওরিয়েন্টেশন

করোনাভাইরাস প্রাদুর্ভাব এর জন্য এখন অনেক কাজই হচ্ছে অনলাইনভিত্তিক। অনলাইন ক্লাস থেকে শুরু করে সেমিনারসহ প্রভৃতি। সুনামগঞ্জে মাতৃদুগ্ধের গুরুত্ব এবং কোভিড-১৯ পরিস্থিতিতে মা ও সেবাকর্মীদের করণীয় বিষয়ক সিএইচসিপিদের অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ উপলক্ষে অনলাইনভিত্তিক এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশ’র কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন (সিআইফরএন) ইনিশিয়েটিভ’র কারিগরী সহযোগীতায় অনলাই ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল হক। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর।

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে প্রচারনা লক্ষ্যে বৈশ্বিক ও স্থানীয় প্রচেষ্টা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, কেয়ার বাংলাদেশের এডভোকেসি এন্ড ক্যাপাসিটিবিল্ডিং, সিআইফরএন ইনিশিয়েটিভ’র সিনিয়র টেকনিক্যাল কোর্ডিনেটর এম হাফিজুল ইসলাম।

করোনাকালীন সময়ে মাতৃদুগ্ধ দান অব্যাহত রাখার কৌশল ও পরামর্শ সম্পর্কিত বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, কেয়ার বাংলাদেশের সিআইফরএন ইনিশিয়েটিভ’র টেকনিক্যাল ম্যানেজার মো. হাসানউজ্জামান।

ওরিয়েন্টেশনে জেলার দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার ৭০জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) অংশ নেন।

কেয়ার বাংলাদেশের সিআইফরএন ইনিশিয়েটিভ প্রকল্পের টেকনিক্যাল অফিসারদের মধ্যে ওরিয়েন্টেশনের অংশ নেন মো. আব্দুল আলীম, মো. আব্দুস শুকুর. মো. আলা উদ্দিন হোসেন। অনলাইন ওরিয়েন্টেশনর কারিগরী সহযোগীতা করেন কেয়ার বাংলাদেশের আইসিটি অফিসার একরামুল হক। অনলাইনভিত্তিক এই কর্মশালাটি সঞ্চালনা করেন, কেয়ার বাংলাদেশের কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ’র টেকনিক্যাল অফিসার ও ভারপ্রাপ্ত এম ই এন্ড ডি অফিসার শ্রী অরূপ রতন দাশ।

সুনামগঞ্জমিরর/এসএ

x