Skip to content

গুণীজনের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরুন: পীর মিসবাহ

আছদ্দর আলী চৌধুরী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, নির্মোহ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং গুনীজনের জীবনী প্রকাশের মাধ্যমে তাদের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে হবে।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আছদ্দর আলী চৌধুরী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমপি মিসবাহ আরও বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক আছদ্দর আলী চৌধুরী ছিলেন, একজন নির্লোভ, নিরহঙ্কার ও অসাম্প্রদায়িক এক রাজনীতিবিদ। একাত্তরে যারা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন আছদ্দর আলী ছিলেন তাদের মধ্যে অন্যতম।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নানু মিয়া, সুনামগঞ্জ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, কবি ইকবাল কাগজী, লেখক সুখেন্দু সেন, প্রয়াত আছদ্দর আলীর ছেলে সাহেদ চৌধুরী ।

প্রবাসী সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন।

x