Skip to content

সুনামগঞ্জে নারী কর্মীদের মধ্যে এমপি মিসবাহ’র চেক বিতরণ

সুনামগঞ্জ সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)’র অধীনে পল্লী সড়ক মেরামত কাজে নিয়োজিত ৩২ নারী কর্মীদের মধ্যে সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারী কর্মীদেও মধ্যে চেক বিতরণ করেন বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

নারী কর্মীদের মধ্যে চেক বিতরণ করছেন এমপি মিসবাহ

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো.আনোয়ার হোসেন, জাপা নেতা সাজাদ্দুর রহমান সাজু প্রমুখ।

সুনামগঞ্জমিরর/এসএ

x