ভারি বর্ষণে তলিয়ে গেছে রোপা আমন

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের নদ-নদীতে পানি বেড়েছে। বিভিন্ন স্থানে তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত। সুনামগঞ্জের তাহিরপুরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।

তাহিরপুর উপজেলার বালিজুড়ি, বাদাঘাট, উত্তর বড়দল, তাহিরপুর সদর ও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নের প্রায় চার হাজার একর রোপা আমন তলিয়ে গেছে। তবে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ৩০০ একর রোপা আমনের জমি তলিয়েছে।

তলিয়ে গেছে রোপা আমন ক্ষেত

গত তিনদিন ধরে ভারি বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তের যাদুকাটা নদী উপচে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতুর পূর্বাংশের ১০০ মিটার রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যা থেকেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জমিরর/এসএ

x