ভারি বর্ষণে তলিয়ে গেছে রোপা আমন
গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের নদ-নদীতে পানি বেড়েছে। বিভিন্ন স্থানে তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত। সুনামগঞ্জের তাহিরপুরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।
তাহিরপুর উপজেলার বালিজুড়ি, বাদাঘাট, উত্তর বড়দল, তাহিরপুর সদর ও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নের প্রায় চার হাজার একর রোপা আমন তলিয়ে গেছে। তবে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ৩০০ একর রোপা আমনের জমি তলিয়েছে।

গত তিনদিন ধরে ভারি বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তের যাদুকাটা নদী উপচে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতুর পূর্বাংশের ১০০ মিটার রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যা থেকেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জমিরর/এসএ