মহালয়ার উৎসব শেষ: দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
আজ থেকে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ছিল বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন, শুভ মহালয়া।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার মহালয়ার অনুষ্ঠান হয়েছে সারাদেশের মন্দিরগুলোতে। মহলয়ার দিন থেকেই মূলত পূজার ক্ষণগণনা শুরু হয়।
সারাদেশের বিভিন্ন মন্দির ও পূজা কমিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মহালয়ার ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করবেন ভক্তরা। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সকল পূজামণ্ডপের কমিটিতে প্রেরণ করেছে প্রশাসন যেখানে স্বাস্থ্যবিধি মেনেই পূজা পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।
সুনামগঞ্জমিরর/এসপি