Skip to content

সিলেট বিভাগে করোনা শনাক্ত আরও ৪৯, সুস্থ ৪২

গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২৬৩ জনে।

এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৬০০, সুনামগঞ্জে ২ হাজার ২৯২, হবিগঞ্জে ১ হাজার ৭০৮ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৭৭৯ জনে।

এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৭২, সুনামগঞ্জে ১ হাজার ৯৭৭, হবিগঞ্জে ১ হাজার ২৫২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৪৭৮ জন সুস্থ হয়েছেন।

তবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যান নি। কিন্তু শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১১ জন মারা গেছেন। এরমধ্যে সিলেটে ১৫৩, সুনামগঞ্জের ২২, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ২১ জন মারা গেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাজিয়া সুলতানা স্বাক্ষরিত কোভিড-১৯ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানান।

সুনামগঞ্জমিরর/এসএ

x