Skip to content

সুনামগঞ্জে এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের সভা

এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এ ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের সভাপতি ও ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উন্নয়ন সংস্থা সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টচার্য, এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের শিক্ষা বিষয়ক সম্পাদক, জেলা পরিষদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা শাম্মী, সুনামগঞ্জ প্রেসক্লাবে সভাপতি, দৈনিক মানবকণ্ঠ, সিলেটের ডাকের জেলা প্রতিনিধি ও বার্তবাহকটোয়েন্টিফোর ডট কম’র সহযোগি সম্পাদক শাহজাহান চৌধুরী, এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

সানক্রেড রিকল-২০২১ প্রকল্পের প্রকল্প সম্বয়কারী হারুন অর রশীদের পরিচালনায় সভায় উন্মুক্ত আলোচনায় অংশনেন, হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্ঠা রমেন্দ্র কুমার দে মিন্টু, সাংবাদিক শহীদনূর আহমেদ, সিবিও সদস্য পারভীন আক্তার, হালিমা বেগম প্রমুখ।

সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও সেন্টার ফর পলিসি ডায়লগ এবং অক্সফাম ইন বাংলাদেশের কারিগরী সহযোগিতায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প এসডিজি বাস্তবায়নে জেলা ষান্মাসিক সভায় স্বাগত বক্তব্য রাখেন, সানক্রেডের এমআইএস কো-অর্ডিনেটর কল্যাণ রেমা। সভা-পরিচালনায় সহযোগিতায় ছিলেন, সানক্রেডের মাঠ সহায়ক অরবিন্দ দাশ, তোফায়েল হোসেন, মনোয়ার হোসেন ও সেলিনা আক্তার প্রমুখ।

এর আগে প্রজেক্টরের মাধ্য গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প এসডিজি বাস্তবায়নে মূল বিষয়বস্তু উপস্থিাপন করেন সানক্রেড রিকল-২০২১ প্রকল্পের প্রকল্প সম্বয়কারী হারুন অর রশীদ।

সুবামগঞ্জমিরর/এসএ

x