জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মো. সবিবুর রহমান, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.সফর, জেলা সমাজসেবা উপ-পরিচালক সুচিত্রা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান।
এছাড়াও জেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জমিরর/এসএ