Skip to content

দুঃস্থ মুক্তিযাদ্ধা পরিবারে সেলাই মেশিন প্রদান

শহরের তিন দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল বারী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের প্রধান অফিস হাসননগরস্থ বারী ভিলায় তিনটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

সেলাই মেশিনপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মুক্তিযাদ্ধা মিলন মিয়ার সন্তান সরকারী কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী হালিমাতুন সাদিয়া, মোহনপুর গ্রামের মুক্তিযাদ্ধা মোঃ ফরিদ মিয়ার সন্তান হাজী গনি মিয়া স্কুলের শিক্ষার্থী সানজিদা আক্তার।

দুঃস্থ মুক্তিযাদ্ধা পরিবারে সেলাই মেশিন প্রদান

সেলাই মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠক মোহাম্মদ আব্দুল বারীর কন্যা নাহিদ জাহান মিলি এবং ফাউন্ডেশনের উপদেষ্টা সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক শাহ নেওয়াজ উদ্দিন আহমদ।

▪ আহমেদ ইমতিয়াজ ফাহিম

সুনামগঞ্জমিরর/এসএ

x