দোয়ারাবাজার অনলাইন স্কুলের সেরা পারফরমারদের পুরষ্কার প্রদান
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মহামারী করোনাভাইরাসের কারণে ঘরবন্দি কোমলমতি শিক্ষার্থীদের পথ দেখাচ্ছে দোয়ারাবাজার অনলাইন স্কুল। এতে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন অভিভাবকরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গত ১৬ আগস্ট থেকে এ কার্যক্রম চালু হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে দুপুর ৩:৩০ মিনিট পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ টি করে ক্লাস নেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার এসি ল্যান্ড অফিসে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা অনলাইন পারফরমারদের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ। ক্রেস্টপ্রাপ্তরা হলেন— সোনাপুর এসএইচডিপি মডেল হাই স্কুলের ইংরেজির সহকারী শিক্ষক এমদাদুল হক মিলন, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুলের ইংরেজির সহকারী শিক্ষক মোঃ মছদ্দর আলী, সমুজ আলী স্কুল এন্ড কলেজের আইসিটির সহকারী শিক্ষক মোঃ সাইদুল ইসলাম জিলান, দোয়ারাবাজার সরকারি মডেল হাই স্কুলের আইসিটির সহকারী শিক্ষক গোলজার আহমেদ, এবং হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজির সহকারী শিক্ষক জুলফিকার আলম।

উল্লেখ্য, দোয়ারাবাজার অনলাইন স্কুল এর কার্যক্রম এক মাস অতিবাহিত হয়েছে। গত একমাসে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ অনলাইনে ক্লাস নিয়েছেন। এদের মধ্যে অনেকেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তার মধ্যে যথাযথ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে ০৬ জন শিক্ষককে “সেরা অনলাইন পারফরর্মার” হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা অনেক দক্ষতার সাথে অনলাইনে ক্লাস নিয়েছেন। তাই সম্মাননার জন্য সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্টপ্রাপ্ত শিক্ষক এমদাদুল হক মিলন বলেন, একজন শিক্ষক হিসাবে সমাজ ও রাষ্ট্রের জন্যে অনেক দায়িত্ব রয়েছে। তাই করোনা মহামারীর মধ্যে ও ঘরে বসে অলাইনে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ বলেন, বিগত মাসের সেরাদের আজ দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। প্রতিমাসে সেরা অনলাইন পারফরর্মার নির্বাচিত করা হবে এবং সম্মাননা প্রদান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জমিরর/এআরআই/এমএস