Skip to content

করোনা: সুনামগঞ্জে সংক্রমণের গতি কমেছে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের গতি কমেছে সুনামগঞ্জে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আরও ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  গত ৬ দিনে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ জন। যা গড়ে আক্রান্তের সংখ্যা ৪ দশমিক ৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত মোট ৩৪৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৭০ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে ১৮ সেপ্টেম্বর ৮০ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। ১৯ সেপ্টেম্বর ৭৩ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, ২০ সেপ্টেম্বর ৮ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ২১ সেপ্টেম্বর ৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, ২২ সেপ্টেম্বর ৬২ জনে নমুনা পরীক্ষায় ২৮ জন এবং ২৩ সেপ্টেম্বর ৪৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

উপজেলা ভিত্তিক রিপোর্ট

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৩ জনের নমুনা পাঠানো হয়  এর মধ্যে রাত ৯টায়  ৩ জনের  দেহে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০৭ জনে। এর মধ্যে ২২ জন মৃত্যুবরণ করেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৪৪ জন।

সুনামগঞ্জমিরর/এসএ

x