Skip to content

করোনা: সিলেট বিভাগে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১২৪৮৫

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়ালো ২১৪ জনে।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এসব রোগীদের মধ্যে সিলেট জেলার ১৫৫, সুনামগঞ্জের ২৩, হবিগঞ্জের ১৫ এবং মৌলভীবাজারের ২১ জন রয়েছেন।

একই সময়ে নতুন করে আরও ৩৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪৮৫ জনে।

আর গত ১০ মার্চ থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট জেলায় ৬৭৫৯, সুনামগঞ্জে ২৩০৮, হবিগঞ্জে ১৭৩৬ এবং মৌলভীবাজারে ১৬৮২ জন রয়েছেন।

এসব রোগীদের মধ্যে থেকে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৩৯ জন। এরমধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ জন।

আর গত ২৭ এপ্রিল প্রথম রোগী সুস্থের পর শুক্রবার পর্যন্ত সিলেট জেলায় ৫২৭০, সুনামগঞ্জে ২০৪৫, হবিগঞ্জে ১২৯১ এবং মৌলভীবাজারে ১৫৩৩ জন সুস্থ হয়েছেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিদিনের বুলেটিনের অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসব তথ্য জানান।

সুনামগঞ্জমিরর/এসএ

x