Skip to content

আইটি ট্রেনিং সেন্টার অন্তর ওয়েব সলিউশন্সের যাত্রা শুরু

সুনামগঞ্জে আইটি ট্রেনিং সেন্টার অন্তর ওয়েব সলিউশন্স-এর যাত্রা শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শহরের হাছন নগরস্থ (বুবির পয়েন্ট) এ প্রতিষ্ঠানটির অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

অন্তর ওয়েব সলিউশন্স-এর কর্ণধার অন্তর আহমেদ বলেন, আউটসোর্সিংয়ে অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তরুণ-তরুণীদের। দরকার কেবল নিজেদেরকে সুদক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা। আর এ কাজে তাদেরকে প্রশিক্ষণ দিতেই সুনামগঞ্জে এ উদ্যোগ নিয়েছি আমরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্তর ওয়েব সলিউশন্স এর মিডিয়া পার্টনার সুরমা ডট টিভি ও সিলেট ওয়ান টিভির সিইও ম ফ র ফোরকান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত করেন ক্কারী জাকিয়া সুলতানা মণি।

অন্তর আহমেদ বলেন, একজন শিক্ষার্থী ধৈর্য ও মনোযোগের সঙ্গে ২ মাসের একটি কোর্স সম্পন্ন করার পর নিয়মিত চর্চা করলে নিজে যেমন বেকারত্বের অভিশাপ মুক্ত হয়ে স্বাবলম্বী হতে সক্ষম হবেন, তেমনি অন্যদেরকেও কর্মসংস্থানের ব্যাপারে আগ্রহী করবেন।

অরিয়েন্টেশন ক্লাস শেষে ট্রেনিং সেশন শুরু হয়।

সুনামগঞ্জমিরর/এসএ

x