Skip to content

সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৩৪

গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জে কিছুটা কমেছে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৮২ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন এবং ছাতক উপজেলায় ২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা রাত পর্যন্ত ৭ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ জন।

গত ২৪ ঘন্টায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার সংখ্যা নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩৪ জন। এরমধ্যে  মৃত্যুবরণ করেছেন ২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১০৫ জন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

সুনামগঞ্জমিরর/এসএ

x