Skip to content

সুনামগঞ্জে কালেক্টরেট কর্মচারিদের মেধাবী সন্তানদের সংবর্ধনা

সুনামগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে জেলা কালেক্টরেট ও এর আওতাধীন অফিসসমূহে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের ৫১ জন কৃতি ও মেধাবী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এবং কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জমিরর/এসএ

x