Skip to content

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হয়েছে।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর ইন্তেকালে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।’ এই মর্মে প্রজ্ঞাপনে তথ্য লেখা হয়েছিল।

শোক উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন ও বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মারা যান।

কুয়েতের নতুন আমির হিসেবে গতকাল বুধবার দেশটির যুবরাজ শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ শপথ নিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়েছে।

  • সৃজন পাল, বার্তাকক্ষ, সুনামগঞ্জ মিরর

x