Skip to content

সিলেট বিভাগে করোনা আক্রান্ত আরও ১৯ জন

সিলেটের দুই ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। আক্রান্তরা সিলেট বিভাগের তিন জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেটে ১৬, সুনামগঞ্জ ২, মৌলভীবাজারে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দুই ল্যাবের ৪৬১ নমুনা পরীক্ষায় ওই ১৯ জন করোনায় আক্রান্তের খবর দেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান।

তিনি সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সুনামগঞ্জমিরর/এসএ

x