Skip to content

সুনামগঞ্জে করোনা সংক্রমণের গতি কমেছে

সুনামগঞ্জে ধীরগতিতে করোনা সংক্রমণ হওয়াতে স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৩৪৭ জনে।

এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, দিন দিন সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের ভীতি কেটে যাচ্ছে । ফলে এখন নমুনা পরীক্ষার জন্য আগের মতো ভীড় করছেন না এবং নমুনা পরীক্ষায় আগ্রহী নয়।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণের শুরুর দিকে মানুষের মধ্যে যে ভীতি ছিল, এখন সে ভীতি চলে গেছে। এ কারণে দিন দিন নমুনা সংগ্রহ কম হচ্ছে। ফলে গড়ে শনাক্তের সংখ্যাও কমে গেছে। তবে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহে আগের মতোই মাঠে কাজ করছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে দিরাই উপজেলায় ১ জন ও জামালগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে।

রাতে ২ জনের দেহে করোনা শনাক্তের মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪৭ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৬৭ জন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় প্রথম করোনা শনাক্ত হয় গত ১২ এপ্রিল।

সুনামগঞ্জমিরর/এসএ

x