সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জ-২ আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তসহ ১৫ জনের নামে আদালতে একটি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে শাল্লা জোনের সহকারী জজ আদালতে মামলাটি করা হয়। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা কলেজের সহকারী অধ্যাপক তরুন কান্তি দাস মামলাটি করেন।
মামলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক, চেয়ারম্যান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন মাহিনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। বিজ্ঞ সহকারী জজ আতিকুল হায়দার মামলাটি আমলে নিয়ে বিবাদীদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।
মামলা সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উপেক্ষা করে শাল্লা কলেজে আব্দুস শহীদ নামক এক ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। যা নিয়ম বহির্ভূত। এর প্রেক্ষিতে মামলাটি করা হয়। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট স্বপন কুুমার দাস।