শুকুরনগর প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ পাসের কৃতিত্ব অর্জন
দিরাইয়ের শুকুর নগর সরকারি প্রাথকি বিদ্যালয় ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।
এ বিদ্যালয় থেকে ৬৩জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষাসমাপনি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩জন।
জিপিএ-৫ প্রাপ্তরা হচ্ছে- বায়েজিদ হাসান নাবিল। সে দিরাই পৌরসভার মজলিশপুর আবাসিক এলাকার বাবুল অনন্দ ও রোকসানা বেগমের ছোট ছেলে।
প্রিয়ব্রত দাস পার্থ। সে একই আবাসিক এলাকার পুলিন বিহারী দাস ও শেলী রানী দাশের ছোট ছেলে।
প্রিয়া দাস। সে একই আবাসিক এলাকার চন্দন কুমার দাস ও হেলেন রানী সরকারের জেষ্ঠ্য মেয়ে।
২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা এ বিদ্যায়ল থেকে ৬৩জন শিক্ষার্থী অংশ নিয়ে শত ভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। বিদ্যায়লটি প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী জানান, হরতাল আর অবরোধের কারণে শিক্ষার্থীরা পড়ে লেখায় মনোবল হারিয়েছে। তিনি দাবি করেন অবরোধ হরতাল না হলে তাঁর বিদ্যালয়ের আরো শিক্ষার্থীরা জিপিএ-৫ পেত।