আমরা ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ
দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মেঘনা, মাছিমপুর ও বাসাখরচ গ্রামের ৮০ জন শীতার্ত নারী পুরুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক উন্নয়ন সংস্থা আমরা ফাউন্ডেশন।
বুধবার বিকেলে বারঘর গ্রামে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমরা ফাউন্ডেশন এর উপদেষ্টা মোনাজ্জির আলী মামুন, রফিনগর ইউপির সাবেক মেম্বার ও ইউপি আওয়ামীলীগের সভাপতি জাহেদ মিয়া, মেঘনা ওয়ার্ড কমিটির আওয়ামীলীগের সভাপতি মাখন দাস, মেঘনা বারঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি কান্ত দাস, পশ্চিম বড়ঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি কাান্ত দাস ও পশ্চিম বড়ঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুভাশ চন্দ্র দাস।
আমরা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জাকারিয়া জামান শীতবস্ত্র বিতরণে সহযোগীতা করার প্রবাসী জনাব মারুফ চৌধুরী, ফাতেমা চৌধুরী স্বপ্না, কাওসার পীরজাদা ও নজরুল ইসলাম শেলু সহ এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগীতা করার জন্য সংস্থার উপদেষ্টা জনাব দেওয়ান এমদাদ রেজা চৌধুরীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আমরা ফাউন্ডেশন এ পর্যন্ত সুনামগঞ্জ জেলার ৪টি উপজেলায় ৯১০ টি শীতবস্ত্র বিতরণ করেছে।