দোয়ারা প্রিমিয়ার লীগ (ডিপিএল)’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
দোয়ারায় ৬ষ্ঠ এসডিজেসি ডিপিএল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে সুরমা ইউনিয়নের ভুজনা চ্যালেঞ্জার ৫ উইকেটে জয়ী হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের উচ্চ বিদ্যালয় মাঠে মংলারগাঁও টাইগার্স ও ভুজনা চ্যালেঞ্জার্সের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রথমবারের মত চ্যালেঞ্জার্স জয়ী হয়। ১৬ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মংগলারগাঁও টাইগার্স ৯ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে।
জবাবে ভুজনা চ্যালেঞ্জার্স ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজেই কাংখিত লক্ষ্যে পৌছে। খেলায় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মংগলারগাঁও টাইগার্সের জাকির হোসেন, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ভুজনা চোলেঞ্জার্সের বাবুল মিয়া। চ্যাম্পিয়ন দল ভুজনা চ্যালেঞ্জার্সকে চ্যাম্পিয়ান ট্রফি ও বিশ হাজার টাকার চেক এবং রানার্স আপ দলকে ট্রফি ও দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রতিযোগিতায় ডিপিএল’র ফেয়ার প্লে ট্রফি পেয়েছে দোয়ারাবাজার কিংস। বিকেলে দোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে ডিপিএল পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত উল্লাহ মারুফের সভাপতিত্বে ও ডিপিএল‘র স্থায়ী কমিটির সদস্য শফিক উল আলম মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক দোয়ারা শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম, দোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই লাল রায়, দোয়ারা প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু, সমাজসেবী আব্দুল আওয়াল ধলিকসহ ডিপিএল’র স্থায়ী ও পরিচালনা কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।