ছাতকে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র্যালী ও আলোচনা মাহফিল
ছাতকের বাগবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর মসজিদ প্রাঙ্গন থেকে এক বিশাল র্যালী বের করা হয়। রাতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাগবাড়ি জামে মসজিদে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে বাগবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম, হাফিজ আব্দুন নুর, হাফিজ ইউসুফ আলী, মাওলানা জসিম উদ্দিন, হাজী আচ্ছা মিয়া, হাজী নিজাম উদ্দিন বুলি, বশির উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী তেরা মিয়া চৌধুরী, আবুল কালাম, হাজী ফজলু মিয়া, হাজী বাদল মিয়া, হাজী আলা উদ্দিন, রেদওয়ান আহমদ, মেহেদী হাসান সোনা মিয়া, ফখরুল আলম, মাস্টার সালেক আহমদ, মুরাদ আহমদ, মানিক মিয়া লিটু, আব্দুল মোমিন, কাদির বিল্লাহসহ গ্রামের লোকজন অংশ গ্রহন করেন।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন ছাতক অঞ্চলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে র্যালী, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বাগবাড়িস্থ উপজেলা মডেল রিসোর্স সেন্টারে আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার (ছাতক-দোয়ারা অঞ্চল) মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা নোমান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা আব্দুস শাকুর নির্গমী। আরো বক্তব্য রাখেন, হাফিজ ইউসুফ আলী, ক্বারি আমির আলী, জয়নুল আবেদীন। সভার শুরুতে তরিকুল ইসলাম ক্বেরাত ও সানজানা ইসলাম কাছিদা পাঠ করেন।