সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপি’র মিছিলে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় পৌরবিপণি চত্বর থেকে যুবদল ও ছাত্রদল কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। পরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদল নেতা আলী অকবর,অ্যাডভোকেট কামাল, জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন প্রমুখ।