সুরমা নদী থেকে জেলের লাশ উদ্ধার

সুনামগঞ্জ সদর উপজেলার গোদারগাঁও এলাকা থেকে দেলোয়ার হোসেন (২৪) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

দেলোয়ার উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামের লাকি রহমানের ছেলে।

সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, শনিবার রাতে ছোট নৌকা নিয়ে সুরমা নদীতে মাছ ধরতে যান দেলোয়ার। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দেলোয়ার মাছ ধরতে হয়তো দূরে কোথাও গেছেন ভেবে থানায় সাধারণ ডায়েরি করেননি তার পরিবারের লোকজন।

সকালে গোদারগাঁও এলাকায় সুরমা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন সদর থানা ও তার বাড়িতে খবর দেন। পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাসুদা বেগম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

x