ধর্মপাশায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা
সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দিনগত রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) আবুল মনসুর বাদী হয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রফিক চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলা বিএনপির নেতা জুলফিকার আলী ভুট্টোর ওপর হামলা ও মামলা দায়েরের প্রতিবাদে উপজেলার দশদরি গ্রামের বাগান বাড়িতে এক প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের জনতা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন ব্রিজের কাছে এলে পুলিশ তাতে বাধা দেন।
এতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাতে যোগ দেয়। এতে ওসি ও উপপরিদর্শক (এসআই) মকবুলসহ তিন পুলিশ সদস্য ও উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।