জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের সুজাতপুর ও বতিয়ারপুর গ্রামের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষে চাঁনবানু (৩২) নামে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লালেমা বেগম (৩০) ও আব্দুল আউয়ালকে (৪০) জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শাহ আলমকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুজাতপুর গ্রামের আব্দুল হক ও পাশের বতিয়ারপুর গ্রামের মকবুল হোসেনের মধ্যে বিরোধ চলছে।

সকাল সাড়ে ৭টার দিকে সুজাতপুর গ্রামের আব্দুল হকের ছেলে শাহ আলম স্থানীয় সেলিমগঞ্জ বাজারে যাওয়ার সময় প্রতিপক্ষ বতিয়ারপুর গ্রামের মকবুলের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই চাঁনবানু নামে এক নারীর মৃত্যু হয়। এসময় আহত হন আরো তিনজন।

জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

x