সুনামগঞ্জে অটোরিকশা-ইজিবাইক ধর্মঘট
সুনামগঞ্জ শহরের হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অটোরিকশা-ইজিবাইক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ট্রাফিক পয়েন্টে অটোরিকশা-ইজিবাইক চালকদের এক সমাবেশ শেষে ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে তারা বিশাল মিছিল নিয়ে শহরের উকিলপাড়ার দিকে যায়।
এর আগে বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এতে বক্তব্য রাখেন জেলা অটোরিকশা শ্রমিক সমিতির আহ্বায়ক সোহেল আহমদ।
এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়াইমন চৌধুরী জানান, অটোরিকশা ও ইজিবাইকগুলোকে হাইওয়ে সড়কে চলাচল না করতে বলা হয়েছে।
জেলা তথ্য অফিস জানায়, জেলা প্রশাসনের আদেশে সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের সীমিত এলাকার রাস্তায় অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করা হয়।