সুনামগঞ্জে দুই বেকারিকে জরিমানা
সুনামগঞ্জের বিসিকে ভ্রাম্যমাণ আদালত দু’টি বেকারিতে অভিযান চালিয়ে ২০ বস্তা ক্ষতিকার অ্যামুনিয়াম বাই-কার্বনেট উদ্ধার করেছে। এসময় ওই দুই বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ ও বিশ্বজিৎ পাল এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ জানান, দয়াময় বেকারি থেকে ক্ষতিকার ২০ বস্তা অ্যামুনিয়াম বাই-কার্বনেট উদ্ধার করে তা ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়েছে।
তিনি আরো জানান, ওই বেকারিকে ক্ষতিকার অ্যামোনিয়াম বাই-কার্বনেট মজুদ করে রাখার অপরাধে দয়াময় বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, অ্যামোনিয়াম বাই-কর্বনেট মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকার। অ্যামুনিয়াম বাই-কার্বনেট ময়দার সঙ্গে মিশিয়ে বিস্কুটসহ খাদ্য সামগ্রী তৈরি করে বেকারিগুলো।
অপরদিকে নিবাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ পাল বি.বড়িয়া বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।