সংখ্যালঘু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে শহরে মানববন্ধন
সংখ্যালঘু নির্যাতনকারী ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শুক্রবার মানববন্ধন করেছে জেলা মাহিলা পরিষদ।
সকাল ১০ টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে ঘন্টা ব্যাপী মানবন্ধন চলাকালে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ ও নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, সাধারণ সম্পাদিকা গৌরী ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দেবব্রত দাস, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক রহমান মিজান, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, সাংবাদিক খলিল রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক প্রমুখ।
বক্তারা বলেন, ‘যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে তারা দেশ ও জাতীর শত্রু। তারা আরো বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এই সম্প্রিতিকে যারা নষ্ট করতে চায় তাদেরকে এই দেশে বসবাস করতে দেয়া যাবে না।’