সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৫

সুনামগঞ্জ সদর উপজেলার জাউয়া কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদের মধ্যে গুরুতর আহত দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, রাতে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী নাছিরাবাদ পরিবহনের একটি বাস জাউয়া কলেজ এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পাঁচ যাত্রী আহত হন।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

x