জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অহত ১০
জামালগঞ্জ উপজেলার হারাকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে স্বপনা বেগম (৩০), আব্দুল খালিক (৬৫), খাসিদ আলী (৬০) ও আব্দুল মতিনকে (৩৯) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, হারাকান্দি গ্রামের এতরাজ মেম্বারের সঙ্গে একই এলাকার আব্দুল খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সকালে এতরাজ মেম্বারের লোকজন হারাকান্দি গ্রামের কুড়ি ডোবায় হাঁস চরাতে যায়। এসময় প্রতিপক্ষ আব্দুল খালিকের লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নারীসহ ১০ জন আহত হন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অতিকুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।