ধর্মপাশায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আ’লীগ নেতা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডা. রফিক চৌধুরীসহ বিএনপির ১৭১জন নেতাকর্মীকে আসামি করে বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে।
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার বাদী হয়ে ধর্মপাশা থানায় এ মামলা করেছেন।
গত বুধবার দুপুরে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ, বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলমসহ বিএনপি ও আওয়ামীলীগের অন্তত ৪০জন নেতাকর্মী আহত হন।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইকবাল সুনামগঞ্জ মিরর ডটকমকে বলেন, সংঘর্ষ চলাকালে আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিএনপির নেতকর্মীরা ঢুকে ভাঙচুর করার অভিযোগে এ মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, একই ঘটনায় বুধবার দিনগত রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) আবুল মনসুর বাদী হয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডা. রফিক চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। এ ঘটনায় দ্বিতীয় মামলা করা হল।