দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র গুরুতর আহত
দিরাইয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র অমিয় ভৌমিক।
আহত ভৌমিক সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া গ্রামে।
আহতের ভাই রতন তালুকদার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরেই তার ওপর হামলা করা হয়েছে।
জানা যায়, খালিয়াজুরী উপজেলার চাকুয়া নিজ গ্রাম থেকে সিলেটে যাওয়ার পথে শুক্রবার শ্যামারচর হয়ে লেগুনাযোগে দিরাই উপজেলা সদরে আসার পথে কল্যানী পয়েন্টে আসলে দুর্বৃত্তরা তাকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে ধারালো অস্ত্র এলোপাতারী আহত করে। তার হাত ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘতের চিহ্ন রয়েছে এবং একটি হাতের হাড় ভেঙ্গে গেছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশোতোষ দাস জানান, ভৌমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার ওসি এনামুল হক জানান, জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।