জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
জামালগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফেনারবাক ইউনিয়নের রাজাপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
গুরুতর আহতরা হলেন, তৈদয়বুর রহমান (২৫) ও আলী উসমান (৫০)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া, এনামুলহক (১৭), আলী নূর (২৬), নাজির আহমদ (৩৫) ও ফয়েজ আহমদকে (২১) জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের রাজাপুর গ্রামের আতিকুর রহমান এবং একই গ্রামের আলী উসমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে আলী উসমানের লোকজন ওই জমিতে গাছের চারা রোপন করতে গেলে আতিকুর রহমানে লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।