শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার এম ইয়াহইয়া বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারেনা। আজকের কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষা দিয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি বলেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শিক্ষিত লোকের অভাব নেই। কিন্তু সৎ, যোগ্য, সুনাগরিকের অভাব রয়েছে।
শনিবার ছাতকের বরাটুকাস্থ আল-হিকমাহ জামেয়া ইসলামীয়ার শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল-হিকমাহ জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আইয়ূব করম নুরুল হুদার সভাপতিত্বে ও শিক্ষক ছফির আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামেয়ার গভর্নিং বডির সদস্য উবায়দুল হক শাহিন, নুর আহমদ হিরন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম, মাওলানা সালাউদ্দিন, বদরুল আলম, আবুল হাসান, খাদিমুল ইসলাম, সোয়েব আহমদ, আলীম উদ্দিন, আরশ আলী মেম্বার প্রমুখ।