তানজিনাকে সাহায্য করুন

জন্মগত শারীরিক প্রতিবন্ধী হলেও এখন পর্যন্ত প্রতিবন্ধী ভাতা বঞ্চিত মোছাঃ তানজিনা বেগম (৮)। তাকে নিয়ে অসহায় মা আনরা বেগম গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে সংসার চালাচ্ছে।

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর উত্তরহাটির মৃত সুজাত মিয়ার ছোট মেয়ে তানজিনা ছোট হাত-পা নিয়ে জন্মেছে।

১ ছেলে ও ২ মেয়ে নিয়ে আনরা বেগম অসহায় অবস্থায় থাকলেও বার বার ওয়ার্ড মেম্বারের কাছে ধর্ণা দিয়েও এখন পর্যন্ত প্রতিবন্ধীর তালিকায় তার জন্মগত মেয়ের নাম লেখাতে পারেননি। তাই অনেকটা নিরুপায় হয়ে তিনি সংসার চালাতে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ভিক্ষার পথে নেমেছেন। তার আশা-যদি কোন সুহৃদয়বান ব্যক্তি বা কোন সংস্থা কিংবা সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠান তার জন্মগত প্রতিবন্ধী মেয়ে ও সংসারের সাহায্যে এগিয়ে আসেন, তবে তিনি কৃতজ্ঞ থাকবেন এবং ভিক্ষাবৃত্তি ছেড়ে দেবেন।

সাহায্য পাঠানোর ঠিকানা-
মোছাঃ তানজিনা বেগম, মাতা-মোছাঃ আনরা বেগম, গাজীনগর উত্তরহাটি, পাথারিয়া বাজার, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ।
বিকাশ- ০১৭১২-০৪৫৫১২ / এজেন্ট- ০১৭৭৭-১৪৩৩৩২

x