কলরবের উদ্যোগে সরকারি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ

দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কলরব।

রোববার বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করে কলরবের সদস্যরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর ছয়ফুল কবীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য এবং সহকারী অধ্যাপক ইভা রায়।

প্রায় অর্ধশতাধিক দরিদ্র ও শীতার্তের মাঝে বস্ত্রবিতরণকালে এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

x