গণমাধ্যমের ওপর নজরদারি করবে সম্প্রচার কমিশন: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার নীতিমালার কাজ আমরা অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। একশ দিনের মধ্যে এ নীতিমালাটি করা হবে। গণমাধ্যমের ওপর সরকার সরাসরি নজরদারি করবে না, এগুলো নজরদারি করবে সম্প্রচার কমিশন।
রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা বেসরকারি টেলিভিশন নীতিমালা ও অনলাইন নীতিমালার কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। যেকোনো সময় এগুলো প্রকাশ করা হবে। মন্ত্রণালয় একশ দিনে কী কী কাজ করবে তা শিগগিরই বসে নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমার ডায়রিতে অজুহাত বলতে কোনো কথা নেই। অজুহাত আমি পছন্দ করি না। আপনারা কাজ না বুঝেন তারপরও ফাইল ছেড়ে দিন, ভুল হতে পারে, পরে সংশোধন করা যাবে।
ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়া যোগ্য নেত্রী বলে বারবার প্রধানমন্ত্রী হয়েছেন। আর আমি চারবার নির্বাচন করেও হতে পারিনি, হেরে গেছি। তবে মার্কা বড় কথা নয়, রাজনীতি করাই বড় কথা।