রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার ২০১০-২০১৪ পাচ্ছেন দশ কবি
স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০১০-২০১৪ সালের জন্য এই ১০ জন গুনী ব্যক্তিকে এবার রাগীব রাবেয়া পুরস্কারে ভূষিত করবে রাগীব রাবেয়া ফাউন্ডেশন। রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কারের জন্য ১০ জন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষককে মনোনীত করা হয়েছে। রোববার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯৯৮ সাল থেকে কবিতা, কথা সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের জন্য সিলেট অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গকে রাগীব রাবেয়া পুরস্কার প্রদান করা হচ্ছে।
পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- আতাউর রহমান, প্রফেসর এ এইচ মোফাজ্জল করিম, আবদুল মুকীত চৌধুরী, শামসুল করিম কয়েস, প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ, হারুন আকবর, সাদিয়া চৌধুরী পরাগ, শাকুর মজিদ, ড. নিবেদিতা দাশ পুরকায়স্থ ও ডা. আবদুল হাই মিনার।