ছাতকে গর্ভকালিন স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনিয়ন ভিত্তিক ক্যাম্পেইন
ছাতকের চরমহল্লায় গর্ভবতী মায়েদের গর্ভকালিন স্বাস্থ্য সেবা ও রক্তের গ্র“প নির্ণয় বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার চরমহল্লা ইউনিয়নের সিদ্ধারচর গ্রামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক যৌথ কর্মসূচির আওতায় ২০১৩সালের মে মাস থেকে এফআইভিডিবি’র এমএনএইচআই প্রকল্পের মাধ্যমে এ প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে। মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সুদৃঢ় করতে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এ প্রকল্পের সহায়তায় জেলার ১১ উপজেলার ৩৩টি ইউনিয়নে চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্র“য়ারি পর্যন্ত গর্ভবতী মায়েদের জন্য গর্ভকালিন পরিচর্যা এবং রক্তের গ্র“প নির্ণয় ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে এ প্রকল্পের ক্যাম্পেইন উপজেলার চরমহল¬া ইউনিয়নের সিদ্ধারচর গ্রামে অনুষ্ঠিত হয়। প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ শফিউল ইসলাম চৌধুরী ও প্রোগ্রাম সমন্বয়ক কেনি লস্কর রুপা ক্যাম্পেইন পরিচালনা করেন। স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও ফ্যামেলি ওয়েল ফেয়ার ক্লিনিক তাদের সহযোগিতা করেছে।