ছাতকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের অবহিতকরন সভা
ছাতকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষে এক অবহিতকরন সভা রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলহাজ্ব গোলাম মাওলা চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ।
বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সের সকল শিশুকে হাম-রুবেলার মতো মারাত্মক রোগের প্রকোপ দ্রুত কমিয়ে আনা এবং পোলিও মুক্ত পরিবেশ বজায় রাখতে এক ডোজ এমআর টিকার বিশেষ প্রয়োজন বিষয়ে অবহিত করা হয়। ২৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এবং ১ ফেব্র“য়ারি থেকে ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত এখানে এ কার্যক্রম চলবে।