তাহিরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিন বার্ষিকী উপলক্ষে তাহিরপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

রোববার তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও ১৮ দলীয় জোটের আহবায়ক আনিসুল হক।

আয়োজিত আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুনাব আলী, উপজেলা যুবদল আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুহিবুর রহমান, দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বশির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সানজব উস্তার, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া প্রমুখ।

আলোচনা শেষে বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

x