ছাতকে জামায়াত নেতা গ্রেফতার
ছাতক উপজেলায় নাশকতার অভিযোগের মামলায় সাঈম উদ্দিন (২৭) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধারণ বাজার থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।
তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের রমিজ আলীর ছেলে এবং ইউনিয়ন জামায়াতের নেতা ও স্থানীয় ইউপি সদস্য।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, সাঈমের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ছাতক থানায় একাধিক মামলা রয়েছে।