ধর্মপাশায় বিএনপির ১৫৩ নেতাকর্মীর জামিন

ধর্মপাশায় বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে ঘটনায় দায়েরকৃত মামলাসহ তিন মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫৩ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার দুপুর দেড়টায় ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল ইসলামের আদালতে তিন মামলায় আসামিদের জামিন চাওয়া হলে তা মঞ্জুর করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ জানূয়ারি বুধবার ধর্মপাশায় বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মকবুলুর রহমান বাদী হয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রফিক চৌধুরীসহ ২৩ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা করেন।

অপরদিকে, একই ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলার অভিযোগে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার বাদী হয়ে পরদিন ১৬ জানুয়রি ডা. রফিক চৌধুরীর ভাই আব্দুল মান্নান চৌধুরীকে প্রধান আসামি করে ১২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ্য করে একই থানায় মামলা করেন।

এর আগে ৮ জানুয়ারি উপজেলা বিএনপি নেতা ইশতিয়াক হোসেন চৌধুরীসহ ১৬ জনের নামে মামলা করেন উপজেলার বীর উত্তম গ্রামের চান মিয়া।

সোমবার ওই তিন মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

x